Latest News

6/recent/ticker-posts

Ad Code

'No Vaccine, No Pension' - প্রত্যেককে টিকা দেওয়ার লক্ষ্যে অভিনব পন্থা এক জেলার

'No Vaccine, No Pension' - প্রত্যেককে টিকা দেওয়ার লক্ষ্যে অভিনব পন্থা এক জেলার 




প্রত্যেককে টিকা দেওয়ার লক্ষ্যে কর্ণাটকের চামরাজনগর জেলা ব্যাঙ্কগুলিকে শুধুমাত্র টিকা দেওয়া লোকদের পেনশন দেওয়ার নির্দেশ দিয়েছে। এটি সরকার পরিচালিত আউটলেট থেকে রেশন নেওয়ার জন্য টিকা বাধ্যতামূলক করেছে।



চামারাজনগর জেলার ডেপুটি কমিশনার এম আর রবি বুধবার বলেছিলেন যে তাঁর প্রশাসন 'টিকা নেই, রেশন নেই' স্লোগান নিয়ে অভিযান শুরু করেছে। "রেশন সুবিধা পেতে, বিপিএল এবং অন্তোদয় কার্ডধারী, যাদের সংখ্যা প্রায় 2.9 লক্ষ, তাদের বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন নিতে হবে," রবি বলেন।



তিনি আরও বলেন, জেলাটি 'না টিকা, না পেনশন' স্লোগান দিয়েছে। “আমাদের জেলায় প্রায় ২.২০ লাখ পেনশনভোগী রয়েছে। আমরা এ ব্যাপারে সকল ব্যাংককে নির্দেশ দিয়েছি। এই ব্যবস্থাগুলি জেলার প্রত্যেককে টিকা দেওয়ার প্রচেষ্টার অংশ, "জেলা প্রশাসক বলেন।


করোনার ভয়াল প্রকোপ থেকে বাঁচতে যখন ভ্যাকসিন ভরসা তখন একদল মানুষ যেম্ন ভ্যাকসিন নিয়ে সুরক্ষিত হতে চাইছে তখন একদল মানুষ ভ্যাকসিন নিয়ে নানা প্রকার আতঙ্কে ভ্যাকসিন নিতে অনিচ্ছা প্রকাশ করছে। ফলে এই পদক্ষেও ভ্যাক্সিনেশন প্রক্রিয়া প্রভাবিত করবে বলেই মনে করছে বিশিষ্ট মহল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code