ফের একটি মন মাতানো নতুন গান নিয়ে হাজির মনপাখি প্রোডাকশন
মুক্তি পেল মন পাখি প্রোডাকশনের নতুন গান 'সুন্দরী কইন্যা'। পশ্চিমবাংলার সীমান্তবর্তী শহর দিনহাটা মন পাখি প্রোডাকশনের কেন্দ্র বিন্দু। আর সেই প্রান্তিক শহর থেকে উঠে আজ উত্তর বঙ্গ ও আসামে বেশ পরিচিত নাম হয়ে উঠেছে 'মন পাখি প্রোডাকশন'।
হামরা কোচবিহার বাসী', 'ভালোবাসং কবারে পায় না', 'আমরা কি আনন্দ করবো না', 'করবো নাকি পুজোয় আনন্দ' সহ একাধিক গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলের কাছে। এবার তাঁরা হাজির করলো আরও একটি নতুন গান 'সুন্দরী কইন্যা ...'।
গানটির লিরিক্স ও টিউনে রয়েছেন মনপাখি প্রোডাকশনের কর্ণধার রফিকুল ইসলাম এবং সহকারী সেলিম মোমিন। গানটি গেয়েছেন সেলিম মোমিন ও নিরুপমা। গানের ভিডিওতে অভিনয় করেছেন সুশান্ত, অনন্যা। আজ রিলিজ হয়েছে সেই গান।
আজই মুক্তি পেয়েছে সুন্দরী গানটি। মনপাখি প্রোডাকশনের কর্ণধার রফিকুল ইসলাম জানান, আমরা দর্শকদের কাছে পৌঁছাতে পেরে আনন্দিত। সকল দর্শক বৃন্দদের ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আগামীতে আরও নতুন কিছু নিয়ে যেন হাজির হতে পারি আশা রাখছি।
গানটি শুনতে ক্লিক করুন- Click Here
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊