Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছয় বছরের ভালোবাসা ফিরিয়ে পেতে প্রাথমিক শিক্ষকের বাড়িতে ধর্নায় যুবতী

ছয় বছরের ভালোবাসা ফিরিয়ে পেতে প্রাথমিক শিক্ষকের বাড়িতে ধর্নায় যুবতী

sexy girl


ফের ধর্নার ঘটনা জলপাইগুড়ি জেলায়। তবে এবার লায়লাকে ফিরে পেতে মজনুর ধর্না নয়। হ্যা আপনি ঠিকই ধরেছেন। এবার মজনুকে ফিরে পেতে লায়লার ধর্না। ঠিক এমনই চিত্র দেখতে পাওয়া গেল ময়নাগুড়িতে। 

এদিন ময়নাগুড়ি ব্লকের পদমতি ২ নং গ্রাম পঞ্চায়েতের হেলাপাকড়ি এলাকার এক প্রাথমিক স্কুল শিক্ষকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসে মেখলিগঞ্জ ব্লকের পাকড়িতলা এলাকার এক যুবতী। 

যুবতীর অভিযোগ, ছয় বছর ধরে ওই যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক। 

অপরদিকে ধর্নায় বসতেই বেপাত্তা প্রাথমিক স্কুল শিক্ষক। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। ধর্না এখনো চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code