Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রয়াত কাশ্মীরের নেতা সৈয়দ আলি শাহ গিলানি

প্রয়াত কাশ্মীরের নেতা সৈয়দ আলি শাহ গিলানি




প্রয়াত কাশ্মীরের নেতা সৈয়দ আলি শাহ গিলানি। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ শ্রীনগরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন গিলানি। তিনি ছিলেন হুরিয়ত কনফারেন্সের অন্যতম শীর্ষনেতা। বিগত কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন গিলানি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২। বুধবার বিকেল থেকেই তাঁর অসুস্থতা বৃদ্ধি পায় এবং রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।




প্রথতে তিনি ছিলেন জামাত-ই-ইসলাম কাশ্মীরের নেতা। পরে তিনি তেহরিক-ই-হুরিয়ত গঠন করেন।জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী দলগুলির সংগঠন অল পার্টি হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার পালনও করেছেন তিনি।




১৯২৯-এর ২৯ সেপ্টেম্বর তাঁর জন্ম। ১৯৭২, ১৯৭৭ ও ১৯৮৭ সালে তিনি জম্মু ও কাশ্মীরের সোপোর আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।




গিলানির মৃত্যুর জেরে কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। কাশ্মীর উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হায়দরপুরায় গিলানির বাড়ির বাইরেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। 


সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হুরিয়তের কয়েকজন সিনিয়র নেতাকে আটক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code