Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুয়ারে রেশন প্রকল্পের আওতায় কীভাবে মিলবে রেশন সামগ্রী?

দুয়ারে রেশন প্রকল্পের আওতায় কীভাবে মিলবে রেশন সামগ্রী? 




তৃতীয়বার ক্ষমতায় ফিরে একে একে প্রতিশ্রুতি পূরণ করে চলছে মমতা বন্দোপাধ‍্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার একের পর এক প্রকল্প চালু করছেন। এবার দুয়ারে রেশন। আগামী ১৫ই সেপ্টেম্বর থেকএ শুরু হচ্ছে দুয়ারে রেশন কর্মসূচী। ইতিমধ‍্যে শুরু হয়েছে তোড়জোড়। দুয়ারে রেশন প্রকল্পের জন‍্য এবার গাইডলাইন জারি করলো রাজ‍্য সরকার।


রেশন গ্রাহকদের সারা মাসে রেশন একবারেই সরবরাহ করতে হবে বলেই জানানো হয়েছে গাইডলাইনে। কীভাবে এই কাজ এগোবে তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। গাইডলাইনে বলা হয়েছে:



রেশন ডিলাররা তাদের নিজের নিজের এলাকার ভৌগোলিক অবস্থান উপভোক্তার সংখ্যা এবং কাজের পরিমাণ বিচার-বিবেচনা করে এক বা দুই জন কর্মীর সহায়তায় নিজের ভাড়া করা গাড়ির মাধ্যমে রেশন উপভোক্তার কাছে পৌঁছে দেবেন রেশন।


উপভোক্তাদের প্রাপ্য পরিমাণ অনুযায়ী তাঁদের ই-‌পস যন্ত্রের মাধ্যমে যথাযথভাবে বায়োমেট্রিক হওয়ার পরেই রেশনের খাদ্যদ্রব্য বিতরণ করতে হবে।

গ্রাহকদের সমস্ত খাদ্যশস্য একবারই দিতে হবে।

পরিবারের যে কোনও একজন সদস্যের বায়োমেট্রিক হলেই প্রকল্পের সকলের প্রাপ্য খাদ্যশস্য পাবেন।

রেশন সরবরাহের দিন কোনও গ্রাহক যদি বাড়িতে উপস্থিত না-‌থাকেন, সেক্ষেত্রে রেশনের দোকান যেদিন খোলা থাকবে, সেদিন তিনি সেখানে গিয়ে রেশন তুলতে পারবেন।

যেদিন রেশন বাড়িতে দেওয়ার দিন স্থির করা হবে, সেদিন গ্রহীতারা বাড়িতেই রেশন পাবেন।

কোনও এলাকায় মোবাইলের নেটওয়ার্ক কাজ না-‌করে, সেক্ষেত্রে রেশন ডিলারকে ই-‌পস মেশিনে বিভিন্ন ইন্টারনেট প্রোভাইডারদের সিম নিতে হবে।

রেশন ডিলারদেরই খতিয়ে দেখতে হবে যে, নির্দিষ্ট এলাকায় কোন সংস্থার ইন্টারনেট পরিষেবা ভাল কাজ করছে।

গাইডলাইনে আরো বলা হয়েছে যে, দুয়ারে রেশন প্রকল্পে খাদ্যশস্য সরবরাহের জন্য ডেলিভারি ভ্যান কিনতে ভর্তুকির আকারে আর্থিক সহায়তা দেওয়ার বিষয় বিবেচনার মধ‍্যে রয়েছে রাজ্য সরকারের। এছাড়াও, দুয়ারে রেশন প্রকল্পের অধীনে খাদ্যশস্য বিতরণের কাজ করার জন্য রেশন ডিলারদের প্রাপ্য কমিশন রাজ্য সরকার বিবেচনা করবে।

প্রত্যেকটি এলাকাকে একাধিক ক্লাস্টারে ভাগ করতে হবে। একইসঙ্গে প্রতিটি ক্লাস্টারে খাদ্যশস্য বিতরণের জন্য প্রত্যেক সপ্তাহে একটি নির্দিষ্ট দিন ধার্য করতে হবে। প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে খাদ্য শস্য বিতরণ করা হবে। আর প্রতি শনিবার রেশন দোকান থেকে খাদ্যশস্য বিতরণ করা হবে। এক্ষেত্রে যারা কোনও জরুরি কারণে বাড়িতে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন না, তাঁরা ওইদিন রেশন দোকানে গিয়ে তা সংগ্রহ করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code