Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধূপগুড়ি শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন, সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই এমনই অভিযোগ

ধূপগুড়ি শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন, সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই এমনই অভিযোগ





জয়ন্ত বর্মন, ধূপগুড়ি:


জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে গত বুধবার রাত থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলাজুড়ে আর তাতে জলমগ্ন হয়েছে ধূপগুড়ির পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। 


বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে শহরের ১৫ নম্বর ওয়ার্ড। এমনকি বাড়ির ভিতরে ঢুকে পড়েছে জল, রান্না করতে সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি পরিবার। পরিবারের অভিযোগ বৃষ্টির জেরে জল ঢুকে পড়ে রান্নাঘর থেকে শোয়ার ঘরে।

এর আগে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে জানিও কোনো কাজ হয়নি তাদের অভিযোগ ছিল বাড়িতে পুরসভার তরফে মাটি ফেলার অভিযোগ উঠেছিল তা কোনক্রমে সম্ভব হয়নি।

বাড়িতে জল ঢুকায় তারা অভিযোগ করেন পুরসভার কাছে এর একটা ব্যবস্থা করা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code