প্রয়াত ৫ টাকার ডাক্তারবাবু, নেমে এল শোকের ছায়া
কালনার ভগবান রূপী ডাক্তারবাবু গৌরাঙ্গ গোস্বামী শনিব সকাল ৮টা ১০ নাগাদ ,কলকাতার রবীন্দ্র নাথ টেগর হসপিটাল পরলোকগমন করেন ,মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর।
শিক্ষার্থী জীবনে ,তিনি কালনা অম্বিকা মহিসমর্দিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করে ,মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে যান , সগৌরবে MBBS পাস করে তিনি কালনাতে ডাক্তারি শুরু করেন ,তিনি চাইলেই বড় চাকরি নিয়ে বাইরে যেতেই পারতেন কিন্তু তিনি বিনা পয়সাতে বা 5 টাকা মূল্য নিয়ে গরীব ,মধ্যবিত্ত বা উচ্চ বিত্ত যেই আসুক না কেন তাদের চিকিৎসা করে গেছেন।
ছাত্র জীবন থেকেই বাম পন্থার উপর অমোঘ টান ছিল তার , কার্ল মার্কস ছিল তার আদর্শ। পরবর্তী কালে তিনি কালনা পৌরসভার বামপন্থী দলের হয়ে পৌরপিতা বা চেয়ারম্যান হন। তিনি 2 টার্ম এ কালনা পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন , মৃত্যুকালে তিনি তার স্ত্রী ,এক পুত্র ও এক কন্যা কে রেখে গেলেন। রাত কিংবা দিন যখনই হোক তাকে ডাকলে তিনি রোগীর বাড়িতে এসে চিকিৎসা করে যেতেন , কালনার মানুষ তার মৃত্যু তে অপরিসীম ক্ষতির মুখোমুখি হলো ,কারণ 5 টাকার ডাক্তার আর রাতের আপদকালীন চিকিৎসা থেকে কালনার সহ আশ পাশ অঞ্চলের মানুষ ক্ষতি গ্রস্ত হলো।
ডাক্তারবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই।

1 মন্তব্যসমূহ
ওনার আত্মার শান্তি কামনা করি।। সমাজে এরকম মানুষের আরও বেশি করে দরকার।।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊