cryptocurrency- ক্রিপ্টো-কারেন্সি লেনদেন অবৈধ ঘোষণা করল চীন
অবশেষে চীনের সেন্ট্রাল ব্যাংক সব ধরনের ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো-কারেন্সির (cryptocurrency) লেনদেন অবৈধ ঘোষণা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে- গত শুক্রবার চীনের পিপলস ব্যাংক অব চায়নার ওয়েবসাইটে বলা হয়, বিদেশি ভার্চুয়াল কারেন্সি এক্সচেঞ্জ যা ইন্টারনেট ব্যবহার করে লেনদেন হয়ে থাকে; সেরকম আর্থিক কার্যকলাপ অবৈধ হিসেবে বিবেচিত হবে। বিদেশি ক্রিপ্টো (cryptocurrency) এক্সচেঞ্জের কর্মীদেরও তদন্তের আওতায় আনা হবে।
পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে, ক্রিপ্টো-কারেন্সি (cryptocurrency) সম্পর্কিত লেনদেনের পর্যবেক্ষণ এবং অনুমানমূলক বিনিয়োগের উৎস জানার জন্য ব্যাংকের ব্যবস্থাকে এরই মধ্যে উন্নত করা হয়েছে।
পিপলস ব্যাংক অব চায়না আরো বলছে, ভার্চুয়াল মুদ্রা সম্পর্কিত ব্যবসা কার্যক্রম অবৈধ। এটি মানুষের সম্পদের নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করে।
জানা গেছে, শুধু চীনের সেন্ট্রাল ব্যাংক নয় , তার পাশাপাশি ব্যাংকিং, সিকিউরিটিজ এবং ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরসহ মোট ১০টি সংস্থা ক্রিপ্টো-কারেন্সি (cryptocurrency) কার্যকলাপ নির্মূল করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।
প্রসঙ্গত, ক্রিপ্টো-কারেন্সির কোনো কেন্দ্রীয় ব্যাংক বা নির্দিষ্ট দেশ নেই। ইন্টারনেটে এ মুদ্রার লেনদেন হয়ে থাকে। ক্রিপ্টোকারেন্সি (cryptocurrency) এর মধ্যে অন্যতম কোম্পানি বিটকয়েন (Bitcoin)। বিটকয়েনের অন্যতম শীর্ষ একজন পৃষ্ঠপোষক মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊