Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বড় জয় কংগ্রেসের

রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বড় জয় কংগ্রেসের 





রাজস্থানে ক্ষমতাসীন কংগ্রেস ৬৭০ টি পঞ্চায়েত সমিতি আসন জিতেছে, রাজ্য নির্বাচন কমিশন (আরইসি) জানিয়েছে, ছয়টি জেলায় বিরোধী দল বিজেপি ৫৫১ পেয়েছে।



১৫৬৪টই আসনে কংগ্রেস, বিজেপি ছাড়াও নির্দল বড় জয় পেয়েছে। ২৯০টি আসনে জয়লাভ করেছে নির্দল।রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি এবং বহুজন সমাজ পার্টি যথাক্রমে ৪০ এবং ১১টি আসনে জয়লাভ করেছে।



জেলা পরিষদের ক্ষেত্রে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে। ২০০টি আসনের মধ‍্যে কংগ্রেস যেখানে ৯৯টি আসন পেয়েছে। সেখানে বিজেপির ঝুলিতে আসে ৯০টি আসন। নির্দল প্রার্থীরা জিতেছেন আট আসনে। বহুজন সমাজ পার্টির ঝুলিতে গিয়েছে তিনটি আসন।



গত ২৬ অগস্ট, ২৯ অগস্ট এবং ১ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।



ফল প্রকাশের পর জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গেহলট টুইট করে লেখেন, 'পঞ্চায়েক সমিতি এবং জেলা পরিষদের নির্বাচনে কংগ্রেসকে জেতানোয় আমি সব ভোটারকে ধন্যবাদ জানাই। কংগ্রেস কর্মী এবং জয়ী প্রার্থীদের শুভেচ্ছা।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code