Digital Wish- Free Download বিশ্বকর্মা পূজায় শুভেচ্ছা জানান বন্ধুদের
শিল্পের দেবতা বিশ্বকর্মা । মূলত বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করেই চলে আসে শারদ উত্সব ।
বিশ্বকর্মা বৈদিক দেবতা, ঋগবেদের ১০ম মণ্ডলে ৮১ এবং ৮২ সূক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ আছে। ঋগবেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সবদিকে পরিব্যপ্ত। তিনি বাচস্পতি, মনোজব, বদান্য, কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি।
ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পূজা করা হয়। কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে-পটে বিশ্বকর্মার পূজা করা হয়।
সূতার-মিস্ত্রিদের মধ্যে এঁর পূজার প্রচলন সর্বাধিক। তবে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন।
দেবশিল্পীর পূজার শুভ মুহূর্তে প্রিয়জনদের শুভেচ্ছা জানান facebook, whatsapp, instagram, twitter এ...
3 মন্তব্যসমূহ
Beautiful
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনবিশ্বকর্মা পূজার শুভেচ্ছা
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊