Latest News

6/recent/ticker-posts

Ad Code

Beautiful! off-white royal kurta-য় অসাধারন ফটোশ‍্যুট Nora Fatehi -র

Beautiful! off-white royal kurta-য় অসাধারন ফটোশ‍্যুট Nora Fatehi -র


Nora Fatehi


বলিউডের গ্ল‍্যামার গার্ল নোরা ফাতেহি। যার রুপে মুগ্ধ যুব সমাজ। কখনো হট বিকিনি, মনোকিনি আবার কখনো শাড়ি কিংবা কুর্তা, লেহেঙ্গাতেও নিজের মোহময়ী শরীরে ঝড় তোলে যুবাদের হৃদয়ে।


Nora Fatehi


নোরা ফাতেহির অসাধারন লুক ভক্তদের নজর কেড়েছে। সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নোরা। অনবরত একাধিক ছবি পোস্ট করে ভক্তদের মন জয় করেন।


Nora Fatehi


সম্প্রতি, রোহিত বলের ডিজাইন করা একটি সাদা কুর্তা পরনে ছবি শেয়ার করেছেন নোরা। যা দেখে Beautiful না বলে থাকা মুশকিল। ছবি শেয়ার করে ক‍্যাপশনে নোরা লিখেছেন, "এবং চোখের মতো সত্য কথা বলবে না।"

Nora Fatehi



ফুল হাতা ও নেকলাইন ঢাকা সাদা কুর্তা পড়েছেন। হাতে আংটি। ঠোঁটে হালকা লিপস্টিক, ঢেউ খেলানো চুলে নোরাকে সেক্সি লাগছে।


Nora Fatehi


নোরা ফাতেহি, যার ইনস্টাগ্রামে 32 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে, ঘন ঘন পোশাকের পাশাপাশি জাতিগত পোশাকের ফটোশুটের ছবি শেয়ার করে। তার কাছে কুর্তা সেট এবং লেহেঙ্গারও দুর্দান্ত সংগ্রহ রয়েছে।
Nora Fatehi



নাচের পাশাপাশি তাঁর ফ‍্যাশন স্টাইল তাঁকে আরো জনপ্রিয় করে তুলেছে। নোরা ফাতেহি বেশ কয়েকটি জনপ্রিয় ডান্স যেমন দিলবার (সত্যমেব জয়তে), কামারিয়া (নারী) এবং ও সাকি সাকি (বাটলা হাউস)-তে নিজেকে মেলে ধরেছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code