স্কুল খুলতেই এক সপ্তাহে রেকর্ড সংখ্যক শিশু করোনা আক্রান্ত 

US test positive for COVID-19 amid back-to-school season


পুনরায় স্কুল খুলে দেওয়ার পর শিশুদের মধ্যে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে । গত এক সপ্তাহে প্রায় আড়াই লাখ শিশু আক্রান্ত শনাক্ত হয়েছে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের এক নতুন প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এবিসি নিউজের (abcnews) প্রতিবেদনে বলা হয়েছে, লাখ লাখ শিশু ক্লাসরুমে ফিরেছে। যেখান থেকে নতুন করে আবার বিপদের মধ্যে পড়ছে সমগ্র দেশ। খুদে শিশুরা রেকর্ড পরিমাণ সংখ্যায় করোনা আক্রান্ত হচ্ছে। গত এক সপ্তাহে 252,000 সংখ্যক শিশু আক্রান্ত হওয়ার খবর উঠে এসেছে।

এবিসি নিউজের (abcnews) মতে, দেশটির অন্যান্য রাজ্যের তুলনায় টেক্সাসে অনেক বেশি শিশু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

টেক্সাস চিলড্রেন হাসপাতালের প্যাথলজিস্ট-ইন-চিফ জেমস ভার্সালোভিক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এটিকে চতুর্থ ঢেউ বলছি... কিন্তু এটি অবশ্যই এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। সত্যিই শিশু এবং কিশোরদের আঘাত করছে এবার।’