অক্টোবরে ২১দিন বন্ধ ব্যাঙ্ক, আগেভাগে সেড়ে ফেলুন কাজ
অক্টোবর মাসে ২১দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ব্যাঙ্কে ব্যাঙ্কে যেন ছুটির উৎসব। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Reserve Bank of India (RBI)ছুটির তালিকা অনুযায়ী অক্টোবরে ১৪টি ঘোষিত ব্যাঙ্কের ছুটি(Bank Holidays রয়েছে। এর সাথে সাথে আরো ৭দিন সপ্তাহের ছুটি। সব মিলিয়ে ২১দিনের ছুটি। আর তাই নিজের জরুরী কাজ সেড়ে ফেলুন আগেভাগেই। নয়তো ব্যাঙ্কের ছুটির জেরে ব্যহত হতে পারে আপনার কাজকর্ম।
রাজ্যের উৎসব অনুযায়ী ব্যাঙ্কের ছুটি হয় তাই সব রাজ্যেই যে ২১ দিন ছুটি থাকবে তা নয় রাজ্য অনুসারে রাজ্যের উৎসবের ওপর ভিত্তি করে ছুটি থাকবে ব্যাঙ্কগুলি। পাবলিক হলিডে ও গেজেটেড হলিডেতে স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। সেগুলি হল, 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'।
অক্টোবরে পুরো ব্যাঙ্কের ছুটির তালিকা (Full List Of Bank Holidays In October 2021)
অক্টোবর ১ : ব্যাঙ্কের হাফ ইয়ার্লি ক্লোজিং (গ্যাংটক)
অক্টোবর ২: মহাত্মা গাঁধী জয়ন্তী (সব রাজ্যের জন্য)
অক্টোবর ৩: রবিবার
অক্টোবর ৬: মহালয়া অমাবষ্যা(আগরতলা, বেঙ্গালুরু, কলকাতা)
অক্টোবর ৭: Mera Chaoren Houba of Lainingthou Sanamahi (Imphal)
অক্টোবর ৯: মাসের দ্বিতীয় শনিবার
অক্টোবর ১০: রবিবার
অক্টোবর ১২: দুর্গাপুজো মহাসপ্তমী(আগরতলা, কলকাতা)
অক্টোবর ১৩: দুর্গাপুজো মহাঅষ্টমী(আগরতলা, ভূবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল , কলকাতা, রাঁচি, পটনা)
অক্টোবর ১৪: দুর্গাপুজো মহানবমী/দশেরা/অযুথা পুজা (Agartala, Bengaluru, Chennai, Gangtok,
Guwahati, Kanpur, Kochi, Kolkata, Lucknow, Patna, Ranchi, Shillong,
Srinagar, Thiruvananthapuram)
অক্টোবর ১৫: দুর্গাপুজো বিজয়া দশমী/দশারা/দশেরা (All banks except those in Imphal and
Shimla)
অক্টোবর ১৬: দুর্গাপুজো-Dasain (Gangtok)
অক্টোবর ১৭: রবিবার
অক্টোবর ১৮: কাটি বিহু (গুয়াহাটি)
অক্টোবর ১৯: Id-E-Milad/Eid-e-Miladunnabi/Milad-i-Sherif—Prophet Mohammad’s
Birthday/Baravafat (Ahmedabad, Belapur, Bhopal, Chennai, Dehradun,
Hyderabad, Imphal, Jammu, Kanpur, Kochi, Lucknow, Mumbai, Nagpur, New
Delhi, Raipur, Ranchi, Srinagar, Thiruvananthapuram)
অক্টোবর ২০: Maharishi Valmiki’s Birthday/Lakshmi Puja/Id-E-Milad (Agartala,
Bengaluru, Chandigarh, Kolkata, Shimla)
অক্টোবর ২২: শুক্রবার ও ইদ-ই-মিলাদুল-নবি (Jammu, Srinagar)
অক্টোবর ২৩: চতুর্থ শনিবার
অক্টোবর ২৪: রবিবার
অক্টোবর ২৬: Accession Day (Jammu, Srinagar)
অক্টোবর ৩১: রবিবার
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊