উত্তরবঙ্গে বৃষ্টি হলেও থাকবে অস্বস্তি-কমবে না গরম 

weather today



মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গত সপ্তাহভর রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত (West Bengal Monsoon) হয়েছে। এই টানা বৃষ্টিতে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে৷

weather today



আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, উত্তরবঙ্গে(North Bengal) সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজথেকে আগামী তিনদিনে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায়।


৯ আগস্ট থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

weather today

তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে ৷ তাই বৃষ্টি হলেও গরম কমার সম্ভাবনা নেই আপাতত৷