Latest News

6/recent/ticker-posts

Ad Code

BREAKING: এবছরেও কমলো মাধ‍্যমিকের সিলেবাস

 BREAKING: এবছরেও কমলো মাধ‍্যমিকের সিলেবাস 


করোনা সংক্রমণের জেরে গতবছর কমিয়ে দেওয়া হয়েছিল মাধ‍্যমিক পরীক্ষার সিলেবাস। অবশেষে বাতিল হয় পরীক্ষা। বিকল্প উপায়ে ফল প্রকাশ করা হয়। আর এবছরেও করোনার প্রকোপ ফলে খোলেনি স্কুল। অফলাইন ক্লাস হয়নি মাধ‍্যমিকের। ফলে এবছরেও মাধ‍্যমিকের সিলেবাস কমানো হল পর্ষদের তরফে। উল্লেখ‍্য, কিছুদিন আগেই উচ্চ মাধ‍্যমিকের সিলেবাস কমানো হয়েছিল। 


প্রতিটি বিষয়ে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানো হয়েছে। আর সেই সিলেবাসের ভিত্তিতেই ২০২২-র মাধ‍্যমিক পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। তবে কবে হবে মাধ‍্যমিক পরীক্ষা এখনো সে বিষয়ে জানায়নি বোর্ড। 


পর্ষদের তরফে আজ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, সকল মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে সব বিষয়ের ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানো হয়েছে। 


পাশাপাশি বিজ্ঞপ্তিতে পুরো সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। দেখে নেওয়া যাক সিলেবাস: 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code