তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর-
পূর্ব বর্ধমানের হাটুদেওয়ান পীরতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি নির্মীয়মান দলীয় কার্যালয়কে আংশিক ক্ষতিগ্রস্ত করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় পঞ্চায়েত সদস্যা রুপা বিবির অভিযোগ, সদ্য বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসা কিছু মানুষ এই কাজ করতে পারে।
রুপা বিবি জানান, এই জায়গায় আগে একটি অস্থায়ী পার্টি অফিস ছিল। সেখানে দলীয় কর্মী ও এলাকাবাসীদের সহযোগিতায় একটি স্থায়ী পার্টি অফিসের কাজ চলছে। পার্টি অফিসের পাশেই একটি সোলার সিস্টেমের জল প্রকল্প রয়েছে। যেখান থেকে গ্রামের মানুষজন খাবার জল সংগ্রহ করে থাকে। গতকাল রাতে এই নির্মিয়মান পার্টি অফিসটিকে ক্ষতিগ্রস্ত করা হয়। মালপত্র পাশের ড্রেনে ফেলে দেওয়া হয়।পাশাপাশি জলপ্রকল্পের পাইপ, কল ভেঙে ফেলা হয়। তিনি যেভাবে এলাকায় উন্নয়নের কাজ করছেন তাতে কিছু মানুষের গাত্রদাহ হচ্ছে। সদ্য বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসা কিছু মানুষ এই কাজ করতে পারে বলে তার অনুমান।
এলাকার এক স্থানীয় বাসিন্দা সেখ আনসের জানান, গতকাল গভীররাতে এক ব্যক্তি সন্দেহজনক ভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল। এটা তার কাজ হতে পারে। তিনি ঐ ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছেন। পুলিশকেও এবিষয়ে জানিয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊