বেহাল রাস্তার হাল ফেরানোর আর্জি এলাকাবাসীর




রঞ্জিত ঘোষ, বাঁকুড়াঃ -


বাঁকুড়ার ইন্দাস ব্লকের গোবিন্দপুর থেকে মঙ্গলপুর অঞ্চলের বাবালা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তার জায়গায় জায়গায় উঠে এসেছে পিচের প্রলেপ,বেরিয়ে এসেছে পাথর রাস্তা জুড়ে তৈরী হয়েছে অসংখ্য গর্ত। আর সামান্য বৃষ্টি হলেই ওই সব গর্তে জল জমে ডোবায় পরিণত হয় বলে অভিযোগ এলাকাবাসীর। 



এই রাস্তার উপর দিয়েই বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। চলে বাস, ট্রেকারসহ অন্যান্য ভারী যানবাহন। রাস্তার উপর মাঝে মাঝেই ঘটছে ছোট-বড়ো দূর্ঘটনা।তবে, এই রাস্তাটি দ্রুত সংস্কার না হলে যেকোন মুহূর্তে বড়সড় ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। পাশাপাশি তারা রাস্তাটি শীগ্রই মেরামতির আর্জিও জানান প্রশাসনের কাছে ।