কীভাবে বানাবেন বৈদিক রাখী আর কি মন্ত্রই বা উচ্চারণ করতে হয়- জানেন কি?
দেখতে দেখে চলে এল রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan 2021)। হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে রাখী বন্ধন উৎসব পালিত হয়।
এবছর রবিবার, ২২ আগস্ট রাখীবন্ধন উৎসব বা রাখী পূর্ণিমা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ২১ আগস্ট সন্ধ্যে ৩টে ৪৫ মিনিট থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা শুরু হবে। এর পর দিন ৫টা ৫৬ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা।
শাস্ত্র মতে রাখি বন্ধনের দিনে ভাইয়ের হাতে বৈদিক নিয়মে তৈরি রক্ষাসূত্র বা রাখি বাঁধা উচিত। আবার রাখি বাঁধার নিয়মও শাস্ত্রসম্মত হলেই ফলাফল পাওয়া যায়। কিন্তু কীভাবে বানাবেন বৈদিক রাখী?
দুর্বা, অক্ষত অর্থাৎ অখণ্ড চাল, চন্দন, সরষে ও জাফরান— এই পাঁচটি সামগ্রী দিয়ে বৈদিক রাখি বানানো যায়।এই সমস্ত সামগ্রী একটি হলুদ রেশম কাপড়ে বেঁধে নিন, সেলাইও করে নিতে পারেন। এই পাঁচটি উপকরণ ছাড়া, হলুদ, কড়ি বা গোমতী চক্রও এতে রাখতে পারেন। সেলাইয়ের পর মৌলীসুতোয় গেঁথে নিন এটি। ব্যস এভাবেই খুব সহজে বাড়িতে বসেই তৈরি করুন বৈদিক রাখী।
এ ছাড়াও কাঁচা সুতো দিয়েও একটি রাখি তৈরি করা হয়। কাঁচা সুতোকে হলুদ জলে ডুবিয়ে রাখা হয়। তার পর এই কাঁচা সুতো দিয়ে রাখী তৈরি করা হয়।
আর এই বৈদিক রাখী পড়াবার সময় অবশ্যই উচ্চারণ করুন- বৈদিক মন্ত্র-
"যেন বদ্ধো বলিরাজা দানবেন্দ্র মহাসুরঃ।
তেন তাং প্রতিবদ্ধামি রক্ষো মা চলমাচল।"
শুভ রাখী পূর্ণিমায় রাখী বন্ধন শুভ হয়ে উঠুক বৈদিক মন্ত্রোচ্চারণে।
1 মন্তব্যসমূহ
সুন্দর পোস্ট
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊