Latest News

6/recent/ticker-posts

Ad Code

QR Code Scam- জেনে নিন আর সাবধান হন এখুনি, না হলে খেসারত দিতে হতে পারে আপনাকেও

QR Code Scam- জেনে নিন আর সাবধান হন এখুনি, না হলে খেসারত দিতে হতে পারে আপনাকেও 


QR CODE PAYMENT, E WALLET , CASHLESS TECHNOLOGY
symbolic picture


Digital India গড়তে এবং বর্তমান সময়ে করোনা সংক্রমণ এড়াতে ডিজিটাল পেমেন্ট বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ছোট দোকান থেকে বড় দোকান সবক্ষেত্রেই চলে ডিজিটাল মাধ্যমে লেনদেন। দোকানের খরচ নেওয়ার পর গ্রাহক দোকানের খরচ মেটাতে এখন আর মানিব্যাগ থেকে টাকা বেড় করতে চাননা, হাতের মোবাইল থেকেই নিমেষে পেমেন্ট করে দেন। 

এক্ষেত্রে সাধারণত UPI ব্যবহার করেন কিংবা QR Code স্ক্যান । আর করবেন নাই বা কেন, এধরনের পেমেন্টের ক্ষেত্রে অনেকক্ষেত্রেই থাকে কোম্পানির বিশেষ বিশেষ ছাড়। যার ফলে এই ধরণের ডিজিতাল লেনদেন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অন্যের টাকা হাতিয়ে নিচ্ছেন কিছু জালিয়াত ব্যক্তি। 

এমনই ঘটনার সাক্ষী থাকলো চেন্নাই। বিভিন্ন দোকানে এসে গ্রাহক পরিষেবা নেওয়ার পর পেমেন্ট করে দিচ্ছিলেন কিন্তু তা সফল দেখালেও দোকানীর একাউন্টে পৌছাচ্ছিলো না সেই টাকা। এরকম ভাবে প্রথম দিকে দোকানি থেকে গ্রাহক তারা আমল না দিলেও ক্রমশ বিষয়টি জটিল হয়ে পড়ে। নড়ে চড়ে বসে চেন্নাই পুলিশ। 

সিসিটিভি ফুটেজ দেখে ধরে ফেলেন দুজনকে। কিন্তু কি করছিলেন তারা? আসলে অনেক দোকানেই QR Code ব্যবহার করা হয় , আর তা অনেক সময় দোকানের বাইরেই ঝুলিয়ে বা দোকানের বাইরের দেওয়ালে লাগানো থাকে। এই  QR Code  রাতের অন্ধকারে এসে বদলে দিতেন এরা। আর গ্রাহক টাকা দিলেও তা পেতেন না দোকানি, চলে যেত প্রতিস্থাপিত নতুন QR Code এর মালিকের কাছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code