ভোট পরবর্তী হিংসা কান্ডে শীতলকুচিতে সিবিআই

cbi-at-sitalkuchi



বিধানসভা নির্বাচন ফলাফলোত্তর রাজনৈতিক হিংসায় মৃত ধীরেন্দ্র নাথ বর্মনের মৃত্যু রহস্যের সিবিআই তদন্ত চলছে।

সোমবার সিবিআই এর একটি প্রতিনিধিদল শীতলকুচির স্নানঘাট এলাকায় আসেন। সেখানে যে বাঁশঝাড়ে ধীরেন্দ্র নাথ বর্মন এর মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই বাঁশঝাড়ে গিয়ে তারা সমস্ত দিক খতিয়ে দেখেন।

ঘটনাস্থলে সিবিআই ওই মৃত ধীরেন্দ্র নাথ বর্মনের স্ত্রী এবং তার কন্যাকে ডেকে নেন এবং ওই ঘটনার জিজ্ঞাসাবাদ করেন।