'গোলের বদলে শোরগোল', তৃণমূলের খেলা হবে অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে পুলিশ
জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন :
জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকায় খেলা হবে দিবসের ফুটবল ম্যাচের অনুষ্ঠান মঞ্চে থানার ওসি কে দেখতে পাওয়া যায় তৃনমূলের প্রতিক সিম্বল সম্বলিত ব্যাচ পরে বসে রয়েছেন তৃণমূল নেতাদের সঙ্গে। এবং তার মাথার পেছনে বড় ব্যানার জ্বলজ্বল করছে যেটাতে লেখা রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং সেই ব্যানারেই রয়েছে রাজ্যের যুব নেত্রী সায়নী ঘোষের ছবি। আর সেই অনুষ্ঠানেই উর্দিধারী বিন্নাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি কেসাং লামা। আর এই দৃশ্য দেখেই বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিরোধী দলগুলি।
ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকায়। এদিন তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবস গোটা রাজ্য জুড়ে পালিত হয়। এদিন গয়েরকাটা তেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি কেসাং লামা উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য গোপাল চক্রবর্তী,বিরাজ লাকরা যুব অঞ্চল সভাপতি, তৃনমূলের অঞ্চল সভাপতি সমীর পাল সহ অন্যান্যরা। ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উর্দিধারী পুলিশ আধিকারিক এর উপস্থিতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ তুলেছেন। তৃণমূল আর পুলিশ একই! বলে এক শুরে অভিযোগ করেছেন সিপিএম এবং বিজেপি।
সি পি আই এম জেলা নেতা জয়ন্ত মজুমদার বলেন, জলপাইগুড়িরপুলিশ সুপার দেবর্ষি দত্ত কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু জানেন না। যখন তাকে ছবি দেখানো হয় তারপরে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা কিষাণ ক্ষেতমজুরের সভাপতি গোপাল চক্রবর্তী বলেন, এটা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ফুটবল ম্যাচ টি আয়োজন করা হয়েছিল। সেখানে বিন্নাগুড়ি থানার ওসি কে আমন্ত্রণ জানানো হয়। তিনি এসেছিলেন ফুটবল দিতে। তখনই আমাদের একজন মহিলা সদস্য ভুল করে তাকে ব্যাচ টি পরিয়ে দেয়। এবং মঞ্চে বসার জন্য আমরাই বলেছিলাম ওসি কে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊