বন্যায় মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায‍্য ঘোষনা কেন্দ্রের





বন‍্যা কবলিত বাংলার বেশ কিছু অঞ্চল। রাজ‍্যের বেশ কিছু এলাকা ডুবেছে জলের তলায়। ভেসেছে ঘর বাড়ি, ক্ষেত। জানা যাচ্ছে প্রায় ২২ জন ইতিমধ‍্যে প্রাণ হারিয়েছেন আহত অনেকেই। এই পরিস্থিতিতে বন‍্যা দুর্গতদের পাশে থাকার কথা ঘোষনা করল কেন্দ্র।



প্রধানমন্ত্রী দপ্তরের তরফে বন‍্যার কবলে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে দুই লক্ষ টাকা করে দেওয়ার ঘোষনা করা হল। পাশাপাশি আহতদের ৫০০০০ টাকা করে দেওয়া হবে। এই আর্থিক সাহায্যের টাকা দেওয়া দেওয়া হবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।




বাংলার বন্যা পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিপর্যয় মোকাবিলায় বাংলার পাশে আছে কেন্দ্র বলেও আশ্বাস দেন তিনি। এদিকে সরাসরি ম্যান মেড বন্যা বলে দাবি করেন মমতা।