আর বাকি মাত্র কয়েকদিন, এখনই আবেদন করুন পুলিশের চাকরিতে




আর মাত্র কয়েকদিন বাকি। আবেদন করুন কলকাতা পুলিশের Sub-Inspector/Sub-Inspectress (Unarmed Branch) and Sergeant -পদে চাকরি পেতে।


সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইট্মেন্ট বোর্ড কলকাতা পুলিশে Sub-Inspector/Sub-Inspectress (Unarmed Branch) and Sergeant -পদে আবেদন গ্রহণ শুরু করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। 

বয়স সীমা- ১/১/২০২১ অনুসারে প্রার্থীর বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। নিয়ম অনুসারে এসসি, এসটি প্রার্থীরা ৫ বছরের এবং ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবে। 

যোগ্যতা- প্রার্থীকে যেকোন স্বীকৃতি বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। 

আবেদনের শেষ তারিখ- ১৯শে অগাস্ট, ২০২১ 

বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন

আবেদনের জন্য ক্লিক করুন- click here