চোখের জলে প্রিয় ক্লাবকে বিদায় জানালেন মেসি (lionel messi)

lionel messi



সেই ছোট্ট বয়সে পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায়। এরপর ২১ টা বসন্ত কাটিয়েছেন লিওনেল মেসি। অবশেষে ২১ বছরের সম্পর্কের যবনিকা পতনের সাক্ষ্যী থাকলো গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষজন।


আনুষ্ঠানিকভাবে ক্লাব বার্সাকে বিদায় জানিয়ে দিয়েছেন মেসি। প্রিয় ক্লাবকে বিদায় বলতে রোববার এক সংবাদ সম্মেলন ডাকেন তিনি।


সাংবাদিক সম্মেলনে কথা বলা শুরু করতেই গলা শুকিয়ে আসে মেসির। আর্জেন্টাইন ফুটবল জাদকুরের চোখের জল কিছুতেই বাঁধ মানছিলো না। একটু পরপরই টিস্যু উঠছিল চোখে, দুই হাত দিয়ে চোখ চেপে ধরে দাঁড়িয়ে থাকছিলেন মেসি।


ইচ্ছা থাকার পরও যেমন বার্সাতে আর থাকা হলো না তার, তেমনি না চাইলেও কান্না চেপে রাখতে পারছিলেন না ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরা এই ফুটবলার।


অশ্রুসিক্ত মেসি বলেন, 'এতগুলো বছরের পর এটা আমার জন্য খুবই কঠিন। গত বছর আমি ছেড়েই দিতে চেয়েছিলাম। কিন্তু এ বছর চাইনি। এটা আমাদের বাড়ি, বার্সেলোনাকে আমরা ভালোবাসি। ২১ বছর পর আমি আমার স্ত্রী ও আর্জন্টাইন-কাতালান তিনটি সন্তানকে নিয়ে আমি চলে যাচ্ছি। এটা আমাদের বাড়ি, আমরা ফিরে আসব বলে আমি আমার সন্তানদের কথা দিয়েছি।'