কেঁচো খুরতে সাপ! একে একে উঠে আসছে আরও অনেকের নাম- পরীমণির সি আই ডি হেফাজত

sexy bikini porimoni




গত বুধবার বিকেলে বনানীতে বাংলাদেশের অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদ ও বিভিন্ন মাদক উদ্ধার করে র‍্যাব। অভিযান শেষে মধ্যরাতে তাঁকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে ছিলেন তিনি।

sexy bikini porimoni



বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন পেশার অনেক মানুষের নাম প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি এবং দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌ আক্তার।


পরীমণির গ্রেপ্তারের আগে রোববার রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

model mou sexy



পরে পিয়াসার দেওয়া তথ্যে আরেক মডেল মরিয়ম আক্তার মৌ-এর রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকেও বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে মৌকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, মডেল পিয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্র। তারা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

sexy bikini mou



ওই অভিনেত্রী ও দুই মডেলের দেওয়া তথ্য ও নামগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি'র অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শেখ ওমর ফারুক।


এদিকে, গতকাল শনিবার পরীমনি, পিয়াসা ও মৌয়ের বাসায় তল্লাশি চালায় সিআইডি। এ সময়ে ল্যাপটপ, মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস এবং ওই তিনজনের ব্যক্তিগত যানবাহনও আটক করা হয় বলে রোববার জানিয়েছেন সিআইডির ওই কর্মকর্তা।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।