গোপন সূত্রে খবর পেয়ে মরাঘাট রেঞ্জের বনকর্মী এবং পুলিশের যৌথ অভিযান চালিয়ে উদ্ধার প্রায় লক্ষাধিক টাকার চোরাই কাঠ
জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন:
মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার পুলিশ এবং বনদপ্তরের যৌথ উদ্যোগে ধূপগুড়ি ঝাড় আলতাগ্রাম-২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তরর্গত গারখুটা এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এদিন দুপুরে বিপুল সংখ্যক অবৈধ শালকাঠ উদ্ধার করা হয় ।
জানা গেছে, গোপন সূত্রে খবর খবরের ভিত্তিতে ধূপগুড়ির গয়েরকাটা মোরাঘাট রেঞ্জের বনকর্মী এবং ধূপগুড়ি থানার পুলিশ ঝার আলতাগ্রাম এলাকার অযধ্যা রায়ের বাড়িতে অভিযান চালায়। ঘরের কাজ করার জন্য ঐ ব্যক্তি কম দামে চোরাই শালকাঠ কিনেছিল বলে জানান ওই ব্যক্তি। এদিন অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকার মতো অবৈধ শালকাঠ উদ্ধার হয় বলে বনদপ্তর সূত্রের খবর।
মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন, আমরা প্রায়শই এই ধরনের অভিযান চালিয়ে থাকি। কিছু দিন আগে হলদিবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে প্রচুর চোরাই কাঠ উদ্ধার করা হয়েছিল। নিয়মিত আমাদের এই অভিযান চলছে। আগামী দিনেও চলবে। আজকের এই অভিযানে গোপন সূত্রের ভিত্তিতে করা হয়েছে যদিও সেই বাড়ি থেকে প্রায় 2 লক্ষ টাকার বেআইনি শাল কাঠ বাজার করেছি এগুলো বনদপ্তরে নিয়ে যাওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊