This nation belongs to all:দেশমাতৃকাকে শ্রদ্ধা জানিয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়ে একটি গান লেখেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস।
“এই ধরণীর মাটির বাঁধন
বাঁধুক জোরে মোদের,
সোনার চেয়েও যে খাঁটি
দেশটা সবার নিজের।”
মুখ্যমন্ত্রী বলেছেন- "ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊