স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই হামলা- SSKM এ গিয়ে বললেন মুখ্যমন্ত্রী




ত্রিপুরায় আক্রান্ত হয়েছেন তৃণমূলের নেতা নেত্রীরা। আর তাঁদের ত্রিপুরা থেকে ফিরিয়ে ভর্তি করা হয়েছে কলকাতার SSKM এ। সুদীপ, জয়াদের দেখতে আজ SSKM এ যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ রাহা ও জয়া দত্তকে ভর্তি করা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে।


SSKM- থেকে বেড়িয়ে জয়া, সুদীপের অবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' যেভাবে মারধর করা হয়েছে, পাথর মারা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তা ভয়ঙ্কর। পুলিশের সামনে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিদের উপর হামলা চালানো হয়েছে। ওদের মারা হয়েছে। '' মমতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ত্রিপুরাতে তৃণমূলের উপর হামলা চালানো হয়েছে।


তাঁর অভিযোগ, '' ত্রিপুরাতে আমাদের ছাত্রছাত্রীদের উপর হামলা চালানো হয়েছে। জয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ওকে মারা হয়েছে। দেবাংশুকে আক্রমণ করা হয়েছে। তারপর তাদের চিকিত্সা তো হয়ইনি, উপরন্তু পানীয় জল পর্যন্ত দেওয়া হয়নি।'' পুলিশের বিরুদ্ধে মমতার অভিযোগ, '' ওরাই আমাদের প্রতিনিধিদের মারে, তারপর গ্রেফতার করে।''


অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ নিয়ে তিনি আরও বলেন, ''বুলেটপ্রুফ গাড়ি ছিল বলে বেঁচে গেছে। নইলে গাড়ি চুরমার হয়ে যেত।' তিনি আরও বলেন, 'অভিষেকের সিটের পাশে ৫ জন গুণ্ডার জন্য আসন বুক করেছিল বিজেপি। অভিষেকের পদে পদে জীবন সংশয় ছিল। এতকিছু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব নয়। ''


শনিবার ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা। ধর্নায় বসলে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পান।