সবুজ বেনারসীতে নজর কাড়া লুকে মৌনী রায়





বাঙালি সাঁজে অপরূপ সেক্সি মৌনী রায়। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সক্রিয় মৌনী। নানারকম চোখ ধাঁধানো ছবি পোস্ট করে ভক্তদের নজরে থাকেন তিনি। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে সবুজ বেনারাসী শাড়িতে সেজে ওঠা ছবি পোস্ট করেছে নায়িকা। ক্যাপশন আর ছবির মাধ্যমে অন্তরের বাঙালি সত্ত্বা ফুটিয়ে তুলতে চেয়েছেন।



ক্যাপশনে অভিনেত্রী লেখেন 'কাজল আর গাল ভরা ভালবাসা'। মাঝে মাঝেই মৌনীকে শাড়িতে দেখা যায়। কোনও অনুষ্ঠান বা ঘরোয়া সেলিব্রেশন, অভিনেত্রী নিজেকে শাড়িতে সাজিয়ে তোলেন তিনি। সবুজ বেনারাসী শাড়িতে তাঁকে অপ্সরার থেকে যে কম লাগছে না তা ছবি দেখেই বুজতে পারা যায়।



হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ মৌনী রায়, বলিউডে পা রাখেন 'গোল্ড' ছবি দিয়ে। রোমিও আকবর ওয়ালটার', 'মেড ইন চাইনা,' এবং 'লন্ডন কনফিডেনশিয়াল'-এর মতো ছবিতে দেখা যায় মৌনীকে।পরিচালক অয়ন মুখার্জির পরবর্তী ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে মৌনী রায়কে।




গত মাসে অভিনেতা অঙ্গদ বেদীর বিপরীতে মৌনীকে একটি গানের ভিডিওয় দেখা যায়। গানটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। সবচেয়ে বেশি নজর কেড়েছে ভিডিওয় মৌনীর নাচ।