এবার বুথে বুথে লক্ষ্মীর ভাণ্ডার, সিদ্ধান্ত রাজ‍্যের





একুশের বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি গুলি একে একে পূরণ করছে মমতা বন্দোপাধ‍্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। একাধিক প্রতিশ্রুতির মধ‍্যে অন‍্যতম একটি মহিলাদের প্রতি মাসে ভাতা। যার আওতায় এসি/এসটি মাসে ১০০০ টাকা ও সাধারন ৫০০ টাকা করে পাবে। সেই প্রকল্পের নাম 'লক্ষ্মীর ভাণ্ডার' । আর এবার দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নজরকাড়া ভীড়। জেলায় জেলায় উপচে ভিড় সামাল দিতে এবার পদক্ষেপ নিচ্ছে রাজ‍্য এমনটাই খবর।




শুধু 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের জন্য আলাদা ক্যাম্প করা হবে রাজ্যের প্রতিটি ব্লকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বার্তা দিয়েছেন,'তাড়াহুড়ো করবেন না। এক মাস সময় আছে। দরকারে ৩-৪ দিন বাড়ানো হবে।' নবান্নে সূত্রে খবর, রাজ‍্যের প্রতিটি বুথে বুথে আলাদা করে লক্ষ্মীর ভাণ্ডারের ক‍্যাম্প করা হবে। এদিকে দুয়ারে সরকার যেমন চলছে তেমন চলবে। ফলে এক লাফে অনেকটা চাপ কমে যাবে।



মুখ্যমন্ত্রীর নির্দেশ রাজ্যের সমস্ত জেলাকে ইতিমধ‍্যে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব। মুখ‍্যমন্ত্রীর বার্তা,'একমাস সময় আছে। তাড়াহুড়ো করার দরকার নেই। দরকার হলে ৩-৪ দিন বাড়িয়ে দেব। বেশি ভিড় করবেন না। সরকারি চাকরি করেন বা পেনশন পান, তাঁরা ছাড়া সবাই পাবেন। যাঁরা স্বাস্থ্যসাথী কার্ড করেছেন তাঁরা কার্ড দেখালে ফর্ম পেয়ে যাবেন।' প্রসঙ্গত রাজ‍্যে প্রায় ৭৪০০০ বুথ ফলে বুথে বুথে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন নেওয়া হলে চাপ অনেকটাই কমবে।