খেলা হবে দিবসে ব্রান্ড এম্বাসেডর দিলীপ ঘোষ ! 

dilip ghosh football



১৬ তারিখ আগস্ট "খেলা হবে" দিবস ঘোষণার মাধ্যমে "খেলা হবে" দিবস পালন হবে রাজ্য জুড়ে। আর এই 'খেলা হবে' দিবসে সাত সকালে ফুটবল খেলতে নামলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আজ ইকো পার্কে শরীর চর্চার ফাঁকে ফুটবল খেলায় মেতে উঠেন।

সেই ফুটবল খেলার ছবি নিজস্ব ফেসবুকে শেয়ারও করেন তিনি। আর এই ছবি পোস্ট হতেই কেউ বা বলেন- " খেলা হবে দিবসে ব্রান্ড এম্বাসাডর দিলীপদা" আবার কেউ বলেন "সব সেটিংস-গোপনে গোপনে পিসিমণির মন ভালো রাখার জন্য- আপনিও আজকে খেলা দিবস পালন করে ফেললেন তা পরিষ্কার, না হলে আজকেই আপনাকে ফুটবল খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হলো !!!"

সব মিলিয়ে বেশ বিতর্ক তৈরি করেছে দিলীপ ঘোষের ফুটবল খেলা। যদিও এই  নিয়ে কোন প্রতিক্রিয়া দেনননি দিলীপ বাবু। 

প্রসঙ্গত বিগত বিধানসভা নির্বাচনে সারা পশ্চিমবঙ্গে একটা স্লোগান মানুষের মন জয় করে নিয়েছিলেন তা হলো "খেলা হবে"। এই স্লোগান পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকে সারা ভারতবর্ষে এই স্লোগান ছড়িয়ে গেছে। প্রতি বছর এই "খেলা হবে" দিবস পালন করা হবে রাজ্যে। যত ক্লাব আছে, তাদের প্রত্যেক ক্লাবের হাতে ফুটবল তুলে দেওয়ার ব্যাবস্থা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর সারা পশ্চিমবঙ্গে যত রেজিস্ট্রার্ড ক্লাব তারা যাতে খেলাধুলো করতে পারে। তার জন্যে প্রথম বছর ২ লক্ষ টাকা,পরবর্তী কালে ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা প্রত্যেকটা ক্লাবকে অনুদান দেওয়ার কথাও বলেছেন।