গোটা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হলো তৃণমূলের খেলা হবে দিবস




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-




খেলাহবে দিবস উপলক্ষে সোমবার বর্ধমান কার্জন গেট চত্বরে বর্ধমান দক্ষিন বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাসের উদ্যোগে শহরের প্রায় দেড় শতাধিক ক্লাবকে দেওয়া হলো চারটি করে ফুটবল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলকাতা, বর্ধমানের নামাধিকারী ২৫ জন খেলোয়াড়।



খেলা হবে দিবসে বর্ধমান কার্জন গেটের সামনে খেলাহবে মঞ্চথেকে সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট আমন্ত্রিত খেলোয়াড়দের।এদিনের অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস বলেন গোটা রাজ্যের সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার ৩৫ টি ওয়ার্ডের প্রতিটি ক্লাবে চলছে খেলা।



বর্ধমানের ৩৫ টি ওয়ার্ডের ১৫০ টি ক্লাবকে দেওয়া হলো ফুটবল।এদের মধ্যে অধিকাংশ ননরেজিস্টার ক্লাবকে দেওয়া হয় ফুটবল।