বর্ষায় জেলার ক্ষয় ক্ষতির রিপোর্ট করতে বৈঠক




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- 


মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শাসকের মিটিং হলে জল এবং জেলার ক্ষয় ক্ষতি নিয়ে বৈঠক সারলেন মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী সিদ্দীকুল্লাহ,জেলা শাসক প্রিয়াঙ্কা সিংহল, জেলা সভাধিপতি শম্পা ধারা সহ অন্যান্যরা।এর পর রায়না এলাকায় পরিদর্শনে যান তারা। এরপর মন্ত্রী স্বপন দেবনাথ বলেন অতি বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ধমান জেলায় ১২ টি ব্লক ।


বর্ধমান জেলায় এবছর ধান চাষ হয়েছিলো ২লক্ষ ৮৯ হাজার হেক্টর জমিতে। বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ায় জল ঢুকে পরেছে ৯১ হাজার ৫০০ হেক্টর জমিতে।বর্ধমান জেলাতে আনুমানিক ১৮ হাজার হেক্টর জমিতে ধানের চারা নষ্ট হতেপারে বলেয়আশঙ্কা করছেন মন্ত্রী স্বপন দেবনাথ। পাশাপাশি ৩ হাজার হেক্টর জমির সবজী নষ্ট হয়েছে বলে জানান তিনি।এছাড়াও ২৫০ হেক্টর পাটের জমির ক্ষতি হয়েছে।রায়নায় মাছের ক্ষতি হয়েছে ২৩ হেক্টর ওয়াটার বডিস প্রায় ৭৫ টন।ফুল ডেমেজ হয়েছে ১৬৪ টি বাড়ি,হাফ ডেমেজ হয়েছে ৫০৮ বাড়ি।পূর্ব বর্ধমান জেলাতে মোট ৫৪৪৭ জন মানুষ এফেক্টটেড হয়েছে এদের মধ্যে একজন মারাগেছে বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ।


অতি বর্ষায় দ্বারকেশ্বরে জল বাড়ায় ভাঙ্গন ধরেছে বর্ধমান বাঁকুড়া যোগাযোগ স্থল মিলন সেতুর দুপাশে।এছাড়া ওই স্থানে থাকা একটি শ্মশান এবং একটি জল প্রকল্পও জলে ডুবে আছে।মন্তেশ্বরের শুশুনিয়া এলাকাতেও একটি ব্রিজের ক্ষতি হয়েছে।জেলার যে কোনো এলাকায় কাঠের বা বাশের কোন ব্রীজ ভেঙ্গে গেলে এবং বিপদজনক অবস্থা থাকে তাহলে মানুষ জনের পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়।