Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাড়িতে বিদ্যুৎ বিল বেশি এসেছে? এই নিয়মগুলো মানলেই বিদ্যুতের বিল কমে যাবে

বাড়িতে বিদ্যুৎ বিল বেশি এসেছে? এই নিয়মগুলো মানলেই বিদ্যুতের বিল কমে যাবে 

electric light





বাড়িতে বিদ্যুতের খরচ নিউ নর্মালে ওয়ার্ক ফ্রম হোমের জন্য বেড়েছে ৷ ইলেকট্রিসিটি বিলের অঙ্কও বেড়েছে লক্ষণীয় ভাবে ৷ আপনি কিছু বিষয় মনে রাখলে কিন্তু বিদ্যুৎ খরচ কমাতে পারবেন ৷




1.বিদ্যুতের বিল মধ্যবিত্তের কাছে সবসময়েই চোখরাঙানি। তাই অপ্রয়োজনে আলো ও পাখা বন্ধ-এটা বাড়ির অলঙ্ঘনীয় নিয়ম করে ফেলুন৷ বাড়িতে খুদে সদস্য থাকলে তাকে দায়িত্ব দিন এদিকে খেয়াল রাখতে ৷ তাহলে সে নিজেও সতর্ক হবে ৷ তাকে দেখে শিখবেন বড়রাও ৷




2.বাড়িতে এলইডি আলোর ব্যবহার বাড়ান ৷ এতে বিদ্যুৎ কম লাগে৷ ফলে বিলের ক্ষেত্রে সাশ্রয়ী ৷




3.সারা বাড়িতে আলো জ্বালিয়ে না রেখে ‘টাস্ক লাইটিং’-এর পথে যান ৷ যেমন, দরকারে বই পড়ার জন্য রিডিং ল্যাম্প ব্যবহার করুন ৷




4.বাড়ির সব বাল্ব ও আলো নিয়মিত পরিষ্কার করুন ৷ সাধারণ বাল্বের বদলে ব্যবহার করুন ফ্লুরোসেন্ট আলো ও টিউবলাইট ৷ এর ফলে অন্তত ৭০ শতাংশ অবধি বিদ্যুৎ খরচ কম হবে ৷




5.শীতাতপ যন্ত্রের ফিল্টার প্রতি মাসে পরিষ্কার করুন ৷ চেষ্টা করুন শীতাতপ বা বাতানুকূল যন্ত্র সবসময় ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে ৷ এতে বিদ্যুতের ব্যয় কম হবে




6.যখন ব্যবহার করছে না, টিভি ও কম্পিউটার বন্ধ রাখুন ৷ এর ফলে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের ব্যবহার কমানো যায় ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code