বাড়িতে বিদ্যুৎ বিল বেশি এসেছে? এই নিয়মগুলো মানলেই বিদ্যুতের বিল কমে যাবে
বাড়িতে বিদ্যুতের খরচ নিউ নর্মালে ওয়ার্ক ফ্রম হোমের জন্য বেড়েছে ৷ ইলেকট্রিসিটি বিলের অঙ্কও বেড়েছে লক্ষণীয় ভাবে ৷ আপনি কিছু বিষয় মনে রাখলে কিন্তু বিদ্যুৎ খরচ কমাতে পারবেন ৷
1.বিদ্যুতের বিল মধ্যবিত্তের কাছে সবসময়েই চোখরাঙানি। তাই অপ্রয়োজনে আলো ও পাখা বন্ধ-এটা বাড়ির অলঙ্ঘনীয় নিয়ম করে ফেলুন৷ বাড়িতে খুদে সদস্য থাকলে তাকে দায়িত্ব দিন এদিকে খেয়াল রাখতে ৷ তাহলে সে নিজেও সতর্ক হবে ৷ তাকে দেখে শিখবেন বড়রাও ৷
2.বাড়িতে এলইডি আলোর ব্যবহার বাড়ান ৷ এতে বিদ্যুৎ কম লাগে৷ ফলে বিলের ক্ষেত্রে সাশ্রয়ী ৷
3.সারা বাড়িতে আলো জ্বালিয়ে না রেখে ‘টাস্ক লাইটিং’-এর পথে যান ৷ যেমন, দরকারে বই পড়ার জন্য রিডিং ল্যাম্প ব্যবহার করুন ৷
4.বাড়ির সব বাল্ব ও আলো নিয়মিত পরিষ্কার করুন ৷ সাধারণ বাল্বের বদলে ব্যবহার করুন ফ্লুরোসেন্ট আলো ও টিউবলাইট ৷ এর ফলে অন্তত ৭০ শতাংশ অবধি বিদ্যুৎ খরচ কম হবে ৷
5.শীতাতপ যন্ত্রের ফিল্টার প্রতি মাসে পরিষ্কার করুন ৷ চেষ্টা করুন শীতাতপ বা বাতানুকূল যন্ত্র সবসময় ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে ৷ এতে বিদ্যুতের ব্যয় কম হবে
6.যখন ব্যবহার করছে না, টিভি ও কম্পিউটার বন্ধ রাখুন ৷ এর ফলে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের ব্যবহার কমানো যায় ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊