Latest News

6/recent/ticker-posts

Ad Code

জেলা সভাপতির সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ তৃণমূল কংগ্রেস কর্মী ও বিধায়কদের

জেলা সভাপতির সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ তৃণমূল কংগ্রেস কর্মী ও বিধায়কদের






পূর্ব বর্ধমান জেলার সভাপতি, সহ সভাপতি সহ একাধিক পদের রদবদল কলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব।সোমবার তা প্রকাশ করাহয়। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা পার্টি অফিসে উপস্থিত হন তারা। 



রাজ্য নেতৃত্বের প্রকাশিত তালিকায় পূর্ব বর্ধমান জেলা সভাপতি নাম আসে কাটোয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,এর আগে জেলা সভাপতির দ্বায়িত্ব ভার সামলেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।আই এন টি টি ইউ সির জেলা সভাপতি হন মানগোবিন্দ অধিকারী।মানগোবিন্দ বাবু ভাতার বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক।মানগোবিন্দ অধিকারীর পূর্বে এই দ্বায়িত্ব ভার সামলে ছিলেন ইফতিকার আহমেদ।জেলা যুব সভাপতি ছিলেন রাসবিহারী হালদার, তার পরিবর্তে বর্তমানে দ্বায়িত্ব ভার পান জামাল পুর বিধানসভার বিধায়ক অলক মাঝি।মহিলা সভানেত্রীর পদে ছিলেন শিখা দত্ত সেনগুপ্ত,তার পরিবর্তে মহিলা সভানেত্রীর দ্বায়িত্ব পান চন্দনা মাঝি।



দ্বায়িত্ব ভার পাওয়ার পর এদিন জেলা পার্টি অফিসে উপস্থিত হন তারা।জেলা সাভাপতিদের সাথে সৌজন্য মূলক সাক্ষাৎকার করতে জেলা পার্টি অফিসে উপস্থিত হন জেলার সকল বিধায়ক সহ তৃণমূল নেতা নেত্রীরা।
জেলা সভাপতির সাথে সৌজন্য মূলক সাক্ষাৎকার

জেলা সভাপতির সাথে সৌজন্য মূলক সাক্ষাৎকার

Posted by Sangbad Ekalavya on Friday, August 20, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code