কন্যাশ্রীতে কোচবিহার জেলার মধ্যে প্রথম স্থানে দিনহাটা মহাবিদ্যালয়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই নানাবিধ প্রকল্পের সূচনা করেছেন যার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প কন্যাশ্রী। ২০১৩ সালে এই প্রকল্প চালু করেন তিনি। আজ তাঁর অষ্টম বর্ষ দিবস অর্থাৎ আজ কন্যাশ্রী দিবস।
কন্যাশ্রী প্রকল্পের আওতায় বহু কন্যা সন্তান যে উপকৃত হয়েছে তা বলাইবাহুল্য। পড়াশুনা করতে প্রয়োজনীয় খরচ জোগাড়ে ব্যর্থ পরিবার গুলি বিশেষ ভাবে উপকৃত হয়েছে।
২০১৩ সালে শুরু হয়েছিল কন্যাশ্রী প্রকল্পটি। এই প্রকল্প রাষ্ট্রপুঞ্জে প্রথম পুরস্কারে পুরস্কৃতও হয়। এই অনন্য প্রকল্পের মাধ্যমে প্রায় এখনো পর্যন্ত প্রায় ৭৩ লক্ষ মেয়েকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই কন্যাশ্রী প্রকল্প রূপায়নে কোচবিহার জেলার বিভিন্ন মহাবিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দিনহাটা মহাবিদ্যালয়।
আজ জেলা শাসক দিনহাটা কলেজের অধ্যক্ষ্য ড: আব্দুল আউয়ালকে শংসাপত্র, ট্রফি এবং একটি গাছ উপহার হিসাবে তুলে দেন।
দিনহাটা মহাবিদ্যালয়ে এই খবর পাওয়া মাত্রই আনন্দের ঢেউ ছড়িয়ে পরে। কলেজ বন্ধ থাকায় দিনহাটা কলেজ NSS এর পক্ষ থেকে আজ এই বিশেষ দিনটি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপনের মধ্যদিয়ে পালন করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊