কোভ্যাকসিনের দ্বিতীয় ডোস নিতে সামাজিক দূরত্ব উধাও ধূপগুড়িতে
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন ৫আগস্ট:
রাজ্য জুড়ে ছড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী হলেও সরকারি প্রতিষ্ঠান গুলিতে চলছে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ। আর এই ভ্যাকসিন নিতে জলপাইগুড়ি জেলার ভ্যাক্সিনেশন কেন্দ্রগুলিতে বিক্ষোভ থেকে শুরু করে পথ অবরোধের শামিল হয়েছেন ভ্যাকসিন প্রাপকরা।
ভ্যাকসিন মিললেও করোনার বিধিনিষেধ মানছেন না সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে দেখা গেল কোভ্যাকসিনের দ্বিতীয় ডোস নিতে এসে লাটে উঠল সামাজিক দূরত্ব সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা। মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসন তাদের সামনে করোনার বিধি-নিষেধ লংঘন করে চলছে ভ্যাক্সিনেশনের কাজ। আরও পড়ুনঃ
বাংলার ১২ মাসের ক্যালেন্ডার-Twelve month calendar of Bengali
একদিকে যখন স্বাস্থ্য দপ্তর থেকে প্রশাসন মানুষকে সতর্ক করার চেষ্টা করছেন অপরদিকে কিছু সংখ্যক মানুষ তার লংঘন করে চলছে। যদিও প্রশাসনের তরফে বলা হয়েছে যারা করোনার বিধি-নিষেধ মানছেন না তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তবে এদিনের ছবি দেখে পরিষ্কার কোথায় আইনি ব্যবস্থা কোথায় সচেতন হেলদোল নেই প্রশাসনের ? প্রশ্ন উঠতে শুরু করেছে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের ভূমিকা নিয়ে ।
যদিও এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সুরজিৎ ঘোষ জানিয়েছেন, বারবার বলা সত্ত্বেও মানুষ সামাজিক দূরত্ব হারিয়ে ফেলছেন। বিষয়টি আমরা দেখছি মানুষকে সচেতন করার চেষ্টা করেছি এখনো আমরা করছি । আগামী দিনগুলোতে যেন ভালোভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে ভ্যাকসিন দেওয়া যায় সেই বিষয়টিকে নজর দেওয়া হবে।
বিষয়টি ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং কে জানানো হলে তিনি জানান, একাধিকবার আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি এমনকি মাইকিং প্রচার অব্দি করা হয়েছে, পাশাপাশি ধূপগুড়ি ব্লকের যে সমস্ত ভ্যাক্সিনেশন কেন্দ্রগুলি রয়েছে আমরা সেদিকটাও নজর রেখেছি মানুষকে সচেতন করার চেষ্টা যেমন চালিয়ে যাচ্ছি আগামীদিনেও চালিয়ে যাব এটাই আমাদের লক্ষ্য। যারা করোনার বিধিনিষেধ লংঘন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই মানুষকে আরও সচেতন হতে হবে এই আশা রাখছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊