Breaking news August 11: একের পর এক আঞ্চলিক রাজধানী দখল তালেবানের
তালেবানরা উত্তর আফগানিস্তানের আরেকটি প্রাদেশিক রাজধানী ফৈজাবাদ দখল করেছে বলে জানাযাচ্ছে।
আফগান বাহিনী, মার্কিন বিমান বাহিনীর সহায়তায়, তালেবানদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ।
প্রসঙ্গত আফগানিস্তানে একের পর এক আঞ্চলিক রাজধানী দখল করতে শুরু করেছে তালেবান। রোববার তিনটি রাজধানী দখল করেছে।
শুক্রবার তালেবান দখল করেছিল গুরুত্বপূর্ণ জারাঞ্জ শহর। শনিবার তাদের হাতে আসে উত্তরাঞ্চলের জজযান প্রদেশের শহর শেবেরঘান। রোববার তারা দখল করেছে উত্তরাঞ্চলের কুন্দুজ, সার-ই-পোল এবং তালোকান। তালেবানের মুখপাত্র সংবাদসংস্থাকে বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই তিনটি শহরই সম্পূর্ণ ভাবে তাদের হাতে চলে এসেছে। আর আজ ফৈজাবাদ দখল করে নিলো তালেবান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে অ্যামেরিকা এবং রাশিয়া। তালেবানকে আক্রমণ বন্ধের আর্জি জানিয়েছে জাতিসংঘ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊