Latest News

6/recent/ticker-posts

Ad Code

নতুন স্লোগানে উপনির্বাচনে লড়াই শুরু মমতার

নতুন স্লোগানে উপনির্বাচনে লড়াই শুরু মমতার





একুশের বিধানসভা নির্বাচনে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানেই বাজিমাত করেছে। নিজেদের সব রেকর্ড ভেঙে জয়লাভ করে তৃতীয়বার বাংলার মসনদ দখল করেছে তৃণমূল কংগ্রেস। ‘নিজের মেয়ে’কেই ফের মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী হলেও নির্বাচনে জয়লাভ তো করতে হবে আর তাই ভবানীপুরের আসন থেকে লড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নিজের কেন্দ্র ভবানীপুরে ইতিমধ্যেই নয়া স্লোগান বেঁধে ফেলেছে তৃণমূল। ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’-নতুন স্লোগানে লড়াইয়ের মঞ্চ পোক্ত করতে শুরু করেছে তৃণমূল।



গত ১০ বছর ধরে ভবানীপুর আসন থেকেই জয়ী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়েছেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। নন্দীগ্রামে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই হার নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। ফলে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও উপনির্বাচনে রাজ্যের যেকোন একটা সিট থেকে জয়লাভ করে তাঁকে বিধায়ক হতে হবে। সেই মতো ভবানীপুরে উপনির্বাচনের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



ভবানীপুর কেন্দ্র থেকে ২৮ হাজার ভোটে জিতে যাওয়া রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। সেই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। উপনির্বাচনে লড়াইয়ে তৈরি হয়েছে নতুন স্লোগান। তৃণমূলের শাখা সংগঠন ‘জয়হিন্দ বাহিনী’র লড়াইয়ের মন্ত্র -‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে।’ যদিও উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। উপনির্বাচন দ্রুত করাতে একাধিকবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। সেপ্টেম্বরের গোড়ার দিকে হয়ত হতে পারে উপনির্বাচন। আর তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code