শুরু হয়েছে ঐক্যশ্রীর ফর্ম ফিলাপ- কোথায়, কীভাবে করবেন আবেদন-বিস্তারিত 

Aikyashree Scholarship



প্রত্যেক বছরই পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিল থেকে বিভিন্ন শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন রকমের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে যার মধ্যে অন্যতম ঐক্যশ্রী স্কলারশিপ ( Aikyashree Scholarship) ।


ঐক্যশ্রী প্রকল্প সমস্ত রূপে চালনা করা হয় WBMDFC এর মাধ্যমে । এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন মাইনোরিটি কমিউনিটি, যেমন – ক্রিশ্চিয়ান,মুসলিম, শিখ, বৌদ্ধ ,জৈন সহ অন্যান্য মাইনোরিটি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা আর্থিক সহযোগীতা লাভ করে থাকেন। 

তিন পর্বে এই স্কলারশিপটি বিভক্ত- 

Pre-matric Scholarship: সাধারণত Class 1 থেকে Class 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয় ।
Post-Matric Scholarship:  Class 11 থেকে Ph.D. পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয় ।
Merit-Cum-Means Scholarship: এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন প্রফেশনাল কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয়।


তিনক্ষেত্রেই - 

আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
আবেদনকারীর Minority বা সংখ্যালঘু সপ্রদায়ের হওয়া বাঞ্ছনীয় ।
রাজ্য / কেন্দ্র সরকারের কোনো স্বীকৃত শিক্ষাবোর্ডর দ্বারা পরিচালিত বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে ।
পূর্ববর্তী ফাইনাল পরীক্ষায় অন্ততপক্ষে 50% মার্কস থাকতে হবে ।
পারিবারিক বার্ষিক ইনকাম 2 লাখ টাকার বেশি হওয়া চলবে না ।
পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা Pre-matric Scholarship এবং Post-matric Scholarship এর জন্য যোগ্য নয় । তবে পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরাও Merit-Cum-Means Scholarship এর আবেদনের জন্য যোগ্য ।



Aikyashree Scholarship এর মাধ্যমে কত টাকা পাওয়া যায়?

Pre-matric Scholarship এর ক্ষেত্রে –

  • ক্লাস I থেকে V এর ছাত্রছাত্রীরা – 1,100 টাকা ।
  • ক্লাস VI থেকে X এর ছাত্রছাত্রীরা – 4,400 টাকা থেকে 11,000 টাকা ।


Post-matric Scholarship এর ক্ষেত্রে –

  • ক্লাস XI থেকে XII এর ছাত্রছাত্রীরা – 7,700 টাকা থেকে 15,200 টাকা ।
  • স্নাতক (Graduation) থেকে স্নাকোত্তর (PG) এর ছাত্রছাত্রীরা – 3,300 টাকা থেকে 16,500 টাকা ।


Merit-Cum-Means Scholarship এর ক্ষেত্রে –

  • মেডিকেল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, আইন ইত্যাদি কোর্সের ছাত্রছাত্রীরা – 22,000 টাকা থেকে 33,000 টাকা ।

Aikyashree Scholarship এর জন্য কিভাবে আবেদন করবেন?


এই প্রকল্পের আবেদন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে -

1st Step

ঐক্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে প্রথমে এর অফিশিয়াল ওয়েবসাইটের WBMDFC পোর্টালে গিয়ে New Registration অপশনে ক্লিক করতে হবে ।

2nd Step

এই পর্যায়ে আবেদনকারী যে জেলায় বসবাস করেন সেই জেলাটি সিলেক্ট করতে হবে ।জেলা সিলেক্ট করার পরে আবেদনকারীর সমস্ত ডিটেইলস চাইবে, যেখানে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, আধার নম্বর, মোবাইল নাম্বার, ইমেইল আইডি সহ ব্যাংক একাউন্টের নম্বর যথাযথভাবে ফিলাপ করতে হবে ।

3rd Step

উপরিউক্ত সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করার পর Submit and Proceed অপশনে ক্লিক করতে হবে ।


Submit and Proceed করার পর একটি নতুন পেজ ওপেন হবে যেখানে শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য যেমন- বর্তমানে  কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন, এটি কোথায় অবস্থিত, এটি কোন বোর্ডের অধীনে অন্তর্ভুক্ত, বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছেন, এর আগের বছর কোন ক্লাসে ছিলেন, এর আগের ক্লাসে কত শতাংশ নম্বর পেয়েছেন, আপনার পারিবারিক আয় কত ইত্যাদি-তা যথাযথভাবে ফিলাপ করতে হবে ।


আগের মতোই উপরিউক্ত সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করার পর Submit and Proceed অপশনে ক্লিক করতে হবে । এই পর্যায়ে  রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে কিন্তু বাঁকি থাকবে ফর্ম ফিলাপ প্রক্রিয়া ।


Submit and Proceed করার পর একটি ইউজার আইডি তৈরি হয়ে যাবে যার পাসওয়ার্ড  প্রদত্ত ইমেইল আইডিতে কিংবা SMS এর মাধ্যমে তৎক্ষণাৎ পাঠানো হবে ।



এবার Student Log In অপশনে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে । তারপর, এখানে আপনার কিছু বেসিক ইনফরমেশন যেমন একাডেমি ইনফর্মেশন, ব্যাংক একাউন্ট ইনফর্মেশন প্রদান করতে হবে । আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ প্রয়োজনীয় বলে মনে হয় আপনি এই পর্যায়ে চেঞ্জ করে নিতে পারবেন নইলে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে পরবর্তী মেনুতে যাওয়ার জন্য ।


এবার আপনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনার দ্বারা প্রদান করা ব্যাঙ্ক একাউন্টের ডিটেইলস সহ অন্যান্য সমস্ত তথ্যগুলি Preview Tap এ ক্লিক করে যাচাই করে নিতে হবে সবকিছু ঠিকঠাক আছে কি না । এবার আপনাকে Final Submit Tab এ ক্লিক করতে হবে।

সাবমিট করার পরেই আপনি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পারবেন যার একটি প্রিন্ট আউট বের করে  নেবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে অন্যান্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেখানে জমা করে দিলেই আপনার ঐক্যশ্রী প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে ।

Aikyashree Scholarship এর জন্য প্রয়োজনীয়ও Documents:-

  • আপনার নিজস্ব কমিউনিটি সার্টিফিকেট
  • আধার কার্ড বাঞ্ছনীয়
  • পারিবারিক ইনকাম সার্টিফিকেট
  • স্কুল/ কলেজ/ ইউনিভার্সিটির এই বছরের ভর্তির রশিদ
  • আগের বছরের পাস করা মার্কশিট
  • ডোমিশীয়িল সার্টিফিকেট (সকলের জন্য প্রযোজ্য নয়)
  • ব্যাঙ্কের পাসবই
  • কালার পাসপোর্ট সাইজের ছবি 
ওয়েবসাইট লিঙ্ক- Website