বিপ্লব দেবের আমলে গণতন্ত্র বিপন্ন-ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে বললেন অভিষেক 


অভিষেক







আগরতলা: গতকাল ত্রিপুরায় আক্রান্ত হন তৃণমূলের একাধিক নেতা। আক্রান্ত হয়েছেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রায়, জয়া দত্ত সহ আরও বেশ কয়েকজন। 

মহামারী আইনে গ্রেফতার ত্রিপুরায় আক্রান্ত দেবাংশু-সুদীপ-জয়ারা


জানা গিয়েছে ধলাই জেলার আমবাসায় আক্রান্ত তৃণমূল হন দেবাংশুরা। ২টি গাড়ি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে পথ অবরোধ করে  ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে। পরবর্তিতে রাত্রে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রায়, জয়া দত্তরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। 

sudip raha debangshu joya dutta tripura

এখান থেকে মোট ১১ জনকে মহামারী আইন ভঙ্গের অপরাধে গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশ। 

সুদিপ রাহা জানিয়েছে-  "রাতে বিজেপির গুণ্ডামি। ভোরে পুলিশের! আমাদের গ্রেপ্তার করে টেনে হিঁচড়ে খোয়াই থানায় নিয়ে যাচ্ছে ত্রিপুরার খোয়াই জেলা পুলিশ। এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়া হবে না। আমরা এই গুণ্ডামির শেষ দেখে ছাড়বো।" 

এদিকে  অভিষেক ব্যানার্জী গতকাল জানিয়েছিলেন তিনি আজ ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে সেখানে যাবেন। 

ত্রিপুরায় এসে অভিষেক সাংবাদিকদের বললেন,"ত্রিপুরায় বিরোধীদের রাস্তায় নামার অধিকার নেই। গণতন্ত্র বিপন্ন। মানুষ আক্রান্ত। চ্যালেঞ্জ করলে জেলে ঢোকানো হচ্ছে। আক্রান্তদের জেলে ঢোকানো হয়েছে। বিজেপি নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভাবছেন ত্রিপুরায় আসতে হলে ভিসা নিয়ে ঢুকতে হবে। কর্মসূচি করার অধিকার নেই। ত্রিপুরায় ঢুকলে পুলিস দিয়ে গ্রেফতার করাচ্ছে।"