গ্রেফতার ২৫০ নারায়নী সেনা, নীশিথ-সহ সকলের বিরুদ্ধে একাধিক অভিযোগে রুজু মামলা
করোনা বিধি ভেঙে জমায়েত ও পুলিশের উপর আক্রমণ-সহ একাধিক অভিযোগে ২৫০ জন নারায়নী সেনাকে গ্রেফতার করলো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা্য পুলিশ। পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ, কোভিডবিধি লঙ্ঘন সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথা কোচবিহার জেলার সাংসদ নীশিথ প্রামাণিকের সঙ্গীদের বিরুদ্ধেও মামলা রুজু করা হবে জানা গেছে।
এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, অভিযোগ, নীশিথ প্রামানিকের কনভয়ের সঙ্গে নারায়নী সেনা ছিল। এদিন, ময়নাগুড়ি ধর্মশালাতে নারায়নী সেনাদের পুলিশ আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ভেঙে যায় গাড়ির কাঁচ। ঘটনাস্থলে যান নীশিথ। ইন্দিরা মোড়ে অবরোধ করা হয় জাতীয় সড়ক। নীশিথের সঙ্গীদের ছাড়াতে থানায় পৌঁছান জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় । পুলিশ সুপার সাংসদের সঙ্গে দেখা না করায় তিনি থানাতেই ধর্নায় বসেন পড়েন ৷ পরে পুলিশ সুপার দেখা করেন ।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ২০০-র মতো মানুষ বাইরে থেকে আসার খবর ছিল। করোনার ভ্যাকসিন বা করোনা টেস্ট সংক্রান্ত তথ্য জানতে তাঁদের কাছে পৌঁছান ডিএসপি ক্রাইম ও ময়নাগুড়ি থানার পুলিশ। কিন্তু পুলিশকে সহযোগিতা না করে উত্তেজিত হয় তাঁরা। ছোড়া হয় ঢিল। আহত হয় ডিএসপি সহ পুলিশকর্মী। এরপর ইন্দিরা মোড়ে পথ অবরোধ করে তাঁরা।
তিনি আরো বলেন, ‘‘253 জন বেশি নারায়ণী সেনাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ৷ ময়নাগুড়িতে থানার বাইরে 200 মিটার ও ময়নাগুড়ি বাজারে 144 ধারা জারি করা হয়েছে ।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊