PUBG থেকে ১০ লক্ষ টাকার virtual cash কিনে বাড়ি ছাড়া ১৬ বছরের ছেলে

The young boy had become addicted to PUBG to the extent that he didn’t think twice before withdrawing the big amount. (Representational image)
Representational image


বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা দিয়ে PUBG থেকে  virtual cash কিনে বাড়ি থেকে পালালো ছেলে - এমন ঘটনার সাক্ষী থাকলো মুম্বাই এর ফুলেশরী এলাকা। 

১৬ বছর বয়সী সেই ছেলে পাবজি খেলতে গিয়ে সেখান থেকে ১০ লক্ষ টাকার ভার্চুয়াল ক্যাশ কেনে। এরপর থেকেই বাড়ি থেকে পালিয়ে যায় সে। 

রাতেই বাবা-মা, প্রতিবেশিরা অনেক খোঁজাখুঁজির পর পুলিশের কাছে নিখোঁজের ডায়রি করে। শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। বৃহস্পতিবার বিকেলে, পুলিশ তার সহপাঠী এবং বন্ধুদের কাছ থেকে তথ্য পাওয়ার পরে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর  তার বাড়ি থেকে কিছু দূরে মহাকালী কেভস রোডের কাছ থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। 

জানাযায়,দশ লক্ষ টাকা দিয়ে ভার্চুয়াল ক্যাশ কেনায় বাড়িতে বাবা-মা ছেলেকে গালাগালি করে। আর তাই ১৬ বছরি ছেলে একটি চিঠি লেখে চলে যায়। চিঠিতে সে লিখেছিলো- যে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং ফিরে আসবে না।