টোকিও অলিম্পিকে এক ভারতীয়-সহ বাছাই করা দশ প্যাডলার, জেনে নিন তাঁদের
টোকিও অলিম্পিকের অন্যতম বড় ইভেন্ট গুলির একটি টেবিল টেনিস। অলিম্পিকের ৩৩টি ইভেন্টের মধে একটি বড় ইভেন্টে হতে চলেছে কড়া লড়াই। বাছাই করা ১০ প্যাডলারের মধ্যে রয়েছে এক ভারতীয়।
তালিকায় শীর্ষস্থানে রয়েছেন জাপানের ২০ বছরের প্যাডলার মিমা ইতো। বিশ্বের দুই নম্বর স্থানাধিকারী এই প্যাডলার মাত্র চার ফুট নয় ইঞ্চির। তবে মনে করা হচ্ছে চিনা আধিপত্যকে আটকাতে সবথেকে বড় বাজি চলেছেন মিমা ইতো।
Tomokazu Harimoto (Japan)
ইতিমধ্যেই সর্বকালের সেরা হিসেবে বিবেচিত জাপানের তোমাকাজু হারিমোতো রয়েছেন দ্বিতীয় স্থানে।
Adriana Diaz (Puerto Rico)
তিনে রয়েছেন পোর্তে রিকোর আদ্রিয়ানা দিয়াজ। আদ্রিয়ানা প্রথম পুয়ের্তো রিকান প্যাডলার ছিলেন যিনি চাইনিজ সুপার লিগে খেলতে আমন্ত্রিত ছিলেন।
Liam Pitchford (England)
চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্যাডলার লিয়াম পিচফোর্ড। ইংল্যান্ডের শীর্ষ খেলোয়াড় হিসাবে, পিচফোর্ড সাম্প্রতিক বছরগুলিতে শীর্ষস্থানীয় তিন চীনা জাতীয় দলের খেলোয়াড়কে পরাজিত করেছেন। বিশ্বের ১৫ নম্বরে সম্প্রতি কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স তৈরি করেছেন।
পাঁচে স্থান পেয়েছেন ভারতের মনিকা বাত্রা। সিঙ্গলস ইভেন্ট ছাড়াও অলিম্পিকের ইতিহাসে প্রথম মিক্সড ডাবলস ইভেন্টে শরথ কমলের সাথে খেলবেন মনিকা।ভারতে টেবিল টেনিসের পোস্টার-গার্ল হিসাবে রয়েছেন মনিকা।
ছয় নম্বরে রয়েছেন নাইজেরিয়ার কোয়াদ্রি আরুনাকে।
সাত নম্বরে রয়েছেন জার্মানির হান ইং।
Lin Yun-Ju (Chinese Taipei)
আট নম্বরে রয়েছেন চাইনিজ তাইপেইয়ের লিন ইয়ুন জু।
Lily Zhang (USA)
নয় নম্বরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লিলি ঝাং।
দশ নম্বরে স্থান পেয়েছেন ব্রাজিলের হুগো কালডেরানো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊