মাস্ক দিয়ে বিয়ের গাউন! পোশাক ডিজাইনারের চিন্তাভাবনা বাহবা কেড়েনিচ্ছে 


Jemima Hambro



করোনা মহামারী ঠেকাতে বেড়েছে মাস্কের ব্যবহার। এমনকি বাইরে বেড় হলেই পড়তে হচ্ছে মাস্ক। আর একবার মাস্ক ব্যবহারের পর তা ফেলে দিতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পাচ্ছে কোভিড বর্জ্য।

Jemima Hambro



কিন্তু এই বর্জ্য কীভাবে আবার ব্যবহার করা যেতে পারে তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন লন্ডনের এক পোশাক ডিজাইনার। যেমন চিন্তা তেমন কাজ। ফেলে দেওয়া 1500 মাস্ক দিয়ে তৈরি করে ফেললেন আস্ত বিয়ের গাউন।

Jemima Hambro



'হিচড' নামক একটি ওয়েডিং ওয়েবসাইটের মাধ্যমে এই পোশাক বানানোর সুযোগ পান ডিজাইনার টম সিলভারউড। সম্প্রতি লন্ডনে বিয়ের অনুষ্ঠানের উপর থেকে করোনার কারণে চাপানো নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। সেই নিষেধাজ্ঞা ওঠার প্রথম দিনেই লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যে বিয়ের অনুষ্ঠান হয়েছে, সেখানেই কনে পরেছেন এই মাস্কের তৈরি গাউন।

Jemima Hambro



ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন ১০ কোটির বেশি মাস্ক ব্রিটেনে বাতিল করা হয়। সেই মাস্ক থেকে যদি এমন কিছু সৃষ্টি করা যায়, তাহলে দূষণ অনেকটাই কমে।