Latest News

6/recent/ticker-posts

Ad Code

Tokyo Olympic 2020- অলিম্পিক্সে ভারতের প্রথম মেডেল জয় -𝙄𝙣𝙙𝙞𝙖'𝙨 𝙛𝙞𝙧𝙨𝙩 𝙈𝙚𝙙𝙖𝙡 𝙖𝙩 #𝙏𝙤𝙠𝙮𝙤2020

অলিম্পিক্সে ভারতের প্রথম মেডেল জয়-𝙄𝙣𝙙𝙞𝙖'𝙨  𝙛𝙞𝙧𝙨𝙩 𝙈𝙚𝙙𝙖𝙡 𝙖𝙩 #𝙏𝙤𝙠𝙮𝙤2020 

Mirabai Chanu



দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর করোনার দাপটের মাঝেই শুক্রবার থেকে শুরু হয়েছে টোকিও অলিম্পিক ২০২০ (Tokyo Olympic 2020)। Olympic 2020 সমস্ত গেমস হবে জাপানের রাজধানী টোকিওতে। ২৩ জুলাই থেকে শুরু হয়ে অলিম্পিক চলবে ৮ই অগাস্ট পর্যন্ত।


আজ টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympic 2020) মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে বিজয়ী হওয়ার সাথে সাথে পিপলস রিপাবলিক অফ চীন এর ইয়াং কিয়ান মহিলা অলিম্পিক গেমস টোকিও ২০২০ এর প্রথম স্বর্ণপদক লাভ করে।


আজ ভারতের হয়ে প্রথম পদক ছিনিয়ে নেয় মীরাবাই চানু (Mirabai Chanu)। মহিলাদের 49 কেজি ওজন উত্তোলনে দ্বিতীয় স্থান অর্জন করে ভারতের মীরাবাই চানু- রৌপ্য পদক অর্জন করেন তিনি ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code