ICSC এর উচ্চ মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার সম্ভাব্য প্রথম হলিচাইল্ড স্কুলের ছাত্রী খুশি ভট্টাচার্য


khushi bhattacharjee



ICSC এর উচ্চ মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার সম্ভাব্য প্রথম জলপাইগুড়ি হলিচাইল্ড স্কুলের ছাত্রী খুশি ভট্টাচার্য। 

এবছর খুশি উচ্চ মাধ্যমিকে ৯৯.২৫% নম্বর পেয়েছেন। যদিও জেলার বাকিদের নম্বর তিনি জানেন না। তবে এখনও পর্যন্ত এর থেকে কোন বেশী নম্বর পাওয়া পড়ুয়ার খোঁজ পাওয়া যায়নি। তাই সম্ভাব্য জেলার প্রথম খুশি। 

খুশি আগামীতে গবেষণা করতে চান। শুধু উচ্চ মাধ্যমিক নয়, খুশি মাধ্যমিকেও ভালো ফল করেছিল। তার ৯৫% এর বেশী নম্বর ছিল মাধ্যমিকে। তবে উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেলেও সন্তুষ্ট নয় সে। তার দাবি পরীক্ষা হলে সন্তুষ্ট হওয়া যেত এবং এর থেকেও ভালো ফল হতে পারতো। সে 400তে 397পেয়েছে।