ভ্যাকসিন প্রদান কেন্দ্রে নেই সামাজিক দুরুত্ব, অনেকের মুখেই নেই মাস্ক




মেটেলি,জয়ন্ত বর্মন :: 

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই জনগণকে কঠোরভাবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে প্রশাসনের কর্তাদেরও রাস্তায় নামতে দেখা গেছে। সেই জায়গায় স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা উল্টে অমান্যকর ছবি ধরা পড়লো মেটেলিতে ।


করোনার ভ্যাকসিন প্রদান কেন্দ্রে দেখা গেল একে ওপরের গায়ে পরে দাঁড়িয়ে সাধারণ মানুষ । অনেকের মুখেই নেই মাস্ক। শুক্রবার মেটেলি বাজারের হাট মেটেলি গ্রাম পঞ্চয়েতের ভ্যাকসিন প্রদান কেন্দ্রে দেখা গেল ওই ছবি। জানা যায়,বুধবার থেকে মেটেলি হাট গ্রাম পঞ্চয়েতে ১২ বছরের নিচে যাদের শিশু আছে সেই সমস্ত মায়েদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।আজ ছিল দ্বিতীয় দিন। 


এদিন সকাল থেকেই ওই ভ্যাকসিন প্রদান কেন্দ্রে মায়েদের উপচে পরা ভিড় ছিল লক্ষ করা গেল।পুলিশ থাকলেও সেই ভিড় সামাল দিতে পারেনি। যদিও ব্লক প্রশাসন সূত্রে জানা যায়,বার বার মায়েদের সরকারি সাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও কেউ তা শোনেনি। স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তর থেকে প্রশাসনের । ফলে করোনা আরো ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।