Zaalima Coca Cola- ডান্সিং গার্ল নোরার চমক
নোরা ফাতেহি নিঃসন্দেহে এই মুহূর্তে শিল্পের সেরা নৃত্যশিল্পী। বলিউডে ডান্সিং গার্ল নামে খ্যাত নোরা ফাতেহির প্রতিটি নাচের মুভ দর্শকদের নজর কাড়ে।
তাঁর প্রতিটি গান একটি নতুন মাইলফলক তৈরি করে। আর তাই তো তাঁর নতুন গানের ভিডিওর জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন।
নরার ফ্যানদের জন্য সুখবর। 'ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া' চলচ্চিত্রের 'জালিমা কোকা কোলা' (Zaalima Coca Cola) গানটি ২৪ জুলাই মুক্তি পাবে।
গানটির প্রথম লুক পোস্টার শেয়ার করে নোরা লিখেছেন, "২৪ শে জুলাই ... ..ডিল থম কে বৈঠনা জালিমা, আ রহি হুঁ মৈ!
ছবিটির ট্রেলার প্রকাশিত হওয়ার পরেই নোরার ঝলক দেখে অত্যন্ত উচ্ছ্বসিত নোরার ফ্যানরা।
'জালিমা কোকা কোলা' গানটি 24 জুলাই প্রকাশিত হবে। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), তানিশক বাগচীর (Tanishk Bagchi) সংগীত এবং বায়ু (Vayu) রচিত লিরিক্স।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊