জরুরী ভিত্তিতে পান Jio -র Data, জানুন বিস্তারিত
মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও এবার নিয়ে এল 'emergency data loan’। এখন জিও ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকদের ইমার্জেন্সিতে ডেটা লোন দেবে জিও।
জিও-র যেসকল গ্রাহকের হাই স্পিড ডেটা শেষ হওয়ার পর তাৎক্ষনিক ভিত্তিতে ডেটা দরকার ও সঙ্গে সঙ্গে রিচার্জে অক্ষম সেই সকল গ্রাহকদের জরুরী ভিত্তিতে ডেটা লোন দেবে জিও। তাঁদেরকে ‘Recharge Now and Pay Later’ ফাংশনাল অপশন দেবে জিও।
এর আওতায়, জিও তার প্রিপেইড ব্যবহারকারীদের প্রত্যেককে ১ জিবি অবধি ৫ টি ডেটা জরুরী ডেটা লোন প্যাকগুলি ধার্য করতে অনুমতি দেবে। প্রতিটি ডেটা প্যাকের মূল্য ১১টাকা। অর্থাৎ জরুরী ভিত্তিতে লোনে ডেটা নিতে পরে আপনাকে ১১টা পে করতে হবে।
কীভাবে এই ডেটা লোন নেবেন:
আপনাকে My Jio App -এ যেতে হবে
My Jio App এর Menu -তে যেতে হবে
Emergency Data Loan -এ ক্লিক করতে হবে
Proceed এ ক্লিক করতে হবে
এরপর ‘Get emergency data’ সিলেক্ট করতে হবে
এরপর Activate now'-এ ক্লিক করলে আপনি ডেটা লোনের সুবিধা পাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊